বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের মোটর পার্টসের একটি চালান আটক করা হয়েছে।
শুল্ক ফাঁকির অভিযোগ এনে চালানটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (০৭ জুন) বিকেল ৫টায় অবৈধভাবে আনা চালানটি আটকের বিষয়টি সাংবাদিকদের জানায় বিজিবি।
বিজিবি বলেন, গত ৪ জুন অভিযান চালিয়ে ওই চালান পণ্যের দুটি ট্রাক বেনাপোল সড়ক থেকে আটক করা হয়।
যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেলে আটক মালামাল বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
এদিকে, আটক চালানটি বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট অর্নব এন্টারপ্রাইজ নিজেদের বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির মালিক বাবু বলেন, ওই পণ্য বৈধভাবে আমদানির পর রাজস্ব পরিশোধ করে খালাস করা হয়।
বিষয়টি বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও কাস্টমসকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এসআর/