ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের অর্জন ও সদ্য ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা বিষয়ে দিকনির্দেশনা দিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (০৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় এনবিআর’র সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান সভাপতিত্ব করবেন।
রোববার (০৭ জুন) সন্ধ্যায় এনবিআর’র গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
০৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার জাতীয় বাজেটের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এতে এনবিআর’র রাজস্ব লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩শ’ ৭০ কোটি টাকা। যা বিদায়ী অর্থবছরের চেয়ে ৪১ হাজার ৩শ’ ৪২ কোটি টাকা বেশি।
বিশাল এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে বিভিন্ন সংগঠন দাবি করলেও অর্থমন্ত্রী বলেছেন, এনবিআর’র কাঠামোগত পরিবর্তন হয়েছে। এ অর্জন মোটেই অসম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরইউ/আরএম