ঢাকা: বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) ঢাকার রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।
বার্ষিক সাধারণ সভায় (৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত) অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা করে তা গ্রহণ করা হয় এবং উক্ত বছরের জন্য ১০% স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এমপি, মোঃ হাবিবুল্লাহ ডন, মোঃ নূরুল আমীন ফারুক, মোহাম্মদ ওমর ফারুক ভুইয়া, মোঃ শহীদুল্লাহ, মেজর (অব.) খন্দকার নূরুল আফছার, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), অঞ্জন কুমার সাহা, রঞ্জন চৌধুরী, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, স্পন্সর আব্দুল্লাহ আল জহীর স্বপন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও কোম্পানি সেক্রেটারি মোঃ গোলাম মাহবুব।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
বিজ্ঞপ্তি/কেএইচ