ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা চেম্বারের গুলশান সেন্টার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুন ৮, ২০১৫
ঢাকা চেম্বারের গুলশান সেন্টার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ীদের সেবা দিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) গুলশান সেন্টার উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৮ জুন) গুলশান-১ এ সেন্টারের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি।



এ সময় মন্ত্রী বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় ঢাকা চেম্বারকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, ঢাকা চেম্বার গত ৫০ বছর ধরে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করে আসছে। ডিসিসিআই বিশেষ করে দেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের নতুন নতুন বাজার সম্প্রসারণ, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরনের পাশাপাশি তা নিরসনে সুপারিশমালা প্রণয়েন কাজ করে আসছে।

তিনি বলেন, ঢাকা চেম্বার ব্যবসায়ীদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য সবসময় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ ‘ডিসিসিআই গুলশান সেন্টার’ উদ্বোধন করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্ল্যাহ আল মামুন, এনডিসি, আইসিসি-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহজাহান খান, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, আলহাজ্ব আব্দুস সালাম, খ. আতিক-ই-রাব্বানী, এফসিএ, মোক্তার হোসেন চৌধুরী, রিজওয়ান উর রহমান, এস রুমি সাইফুল্লাহ, সামির সাত্তার, সাবেক সভাপতি আর মাকসুদ খান, এম এইচ রহমান, আফতাব-উল ইসলাম, ফজলে আর এম হাসান, এফসিএ, এম এ মোমেন, আবুল কাসেম খান ও আসিফ ইব্রাহীম।

গুলশান সেন্টার থেকে ব্যবসায়ীরা ঢাকা চেম্বারের সদস্যপদ গ্রহণের আবেদনপত্র, নবায়ন, সার্টিফিকেট অফ  অরিজিন (সিও) এবং অন্যান্য ব্যবসায়িক সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
বিজ্ঞপ্তি/এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।