ঢাকা: সাতদিনের সরকারি সফরে বেলজিয়াম যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব মো. নজিবুর রহমান।
৯-১৪ জুন তিনি বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে অবস্থান করবেন।
সোমবার (০৮ মে) জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান স্বাক্ষতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নজিবুর রহমান বিদেশে অবস্থানকালে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন সম্পর্কিত অতিরিক্ত তিনটি বিভাগের দায়িত্ব পালন করবেন এনবিআর’র তিন সদস্য।
জাতীয় রাজস্ব বোর্ডের শুল্কনীতি সদস্য মো. ফরিদ উদ্দিন গবেষণা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
বোর্ড প্রশাসন সদস্য ফিরোজ শাহ আলম আইটি শাখা সম্পর্কিত কার্যক্রমের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
শুল্ক-গোয়েন্দা বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন শুল্ক ও ভ্যাট প্রশাসন সদস্য সুলতান মো. ইকবাল।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
বিজ্ঞপ্তি/আরইউ/আরএম