ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবিএল-আর্স বাংলাদেশের চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ৯, ২০১৫
ইউসিবিএল-আর্স বাংলাদেশের চুক্তি সই ছবি : সংগৃহীত

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ক্ষুদ্র ঋণ বিষয়ক প্রতিষ্ঠান আর্স বাংলাদেশের মধ্যে চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংকের দু’শ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে ৭০ লাখ টাকার এ চুক্তি সই হয়।    

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহিদুল ইসলাম ও আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. শামসুল আলম চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল, ইভিপি ও বিসিডিডি বিভাগের প্রধান আবু সাদেক মিয়া, এসভিপি ও এসএমই বিভাগের প্রধান মোনাব্বির আহমেদ খান এবং আর্স বাংলাদেশের ভাইস চেয়ারম্যান রিনা দেবী ত্রিপুরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।