ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালে দুর্গত মানুষের পাশে দাঁড়ালো ব্র্যাক ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ৯, ২০১৫
নেপালে দুর্গত মানুষের পাশে দাঁড়ালো ব্র্যাক ব্যাংক

ঢাকা: নেপালে ভূমিকম্পে দুর্গত মানুষদের সহায়তায় যুক্ত হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড।

করপোরেট স্যোশাল রেসপনসিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা থেকে ব্র্যাক ব্যাংক তার সামর্থ অনুযায়ী নেপালে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে।

সহায়তা হিসেবে দেশটিতে ৫২০টি তাবু সরবরাহ করবে ব্র্যাক ব্যাংক। তাবুগুলো নেপালে পাঠাতে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা নেপালের সহায়তা তহবিলে তাদের এক দিনের বেতন অনুদান হিসেবে দিয়েছেন।

ব্র্যাক ব্যাংক লিমিটডের হেড অফ কমিউনিকেশনস ও সার্ভিস কোয়ালিটি জারা মাহবুব বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের যখনই সহায়তা প্রয়োজন-তা যে কোনো উপায়েই হোক, তাতে আমাদের এগিয়ে আসা জরুরি। সারাবিশ্বের মানুষ নেপালে ভূমিকম্পে দুর্গতদের পাশে নানা উপায়ে এগিয়ে এসেছেন। সে হিসেবে আমাদেরও এগিয়ে আসা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।