ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গভর্নরকে গৃহায়নমন্ত্রী

ফ্ল্যাট ক্রেতাদের কম সুদে ঋণ সুবিধা দেওয়া উচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ৯, ২০১৫
ফ্ল্যাট ক্রেতাদের কম সুদে ঋণ সুবিধা দেওয়া উচিত ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফ্ল্যাট ক্রেতাদের কম সুদে ঋণ সুবিধা দিতে ব্যবস্থা নেওয়ার আহবান জানালেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
 
রিহ্যাব সামার ফেয়ার-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় আয়োজন করা হয়।
 
মন্ত্রী বলেন, পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে আবাসন একটি। উন্নত দেশে যারা অ্যাপার্টমেন্ট কেনেন, তাদের চার শতাংশ থেকে সাড়ে চার শতাংশ সুদের হারে ঋণ সুবিধা দেওয়া হয়। আমাদের দেশে এটা দেওয়া সম্ভব নয়। কিন্তু সুদের হার কমিয়ে অন্তত ৯ শতাংশ  করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উচিত সব ব্যাংককে একটি নির্দেশনা দেওয়া, যেন অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য তারা সুদের হার কমিয়ে ৯ শতাংশ করে।
 
২০ থেকে ২৫ বছরের জন্য যেন সিঙ্গেল ডিজিটের এ সুদের হার চালু করে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নেন গভর্নর- যোগ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।
 
তিনি বলেন, ব্যাংকে কোনো গ্রাহক টাকা রাখলে সুদ আসে ৮ শতাংশ হারে। কিন্তু ঋণ নিলে কমপক্ষে ১২ শতাংশ হারে সুদ দিতে হয়। এটা অনুচিত। আবাসনের জন্য সুদ কমিয়ে অন্তত ৯ শতাংশ করুন।
 
মোশাররফ হোসেন বলেন, নাগরিকদের বেসিক এই নিডের জন্য যেন সরকারও এগিয়ে আসে সেজন্য ব্যবস্থা নেবো। আমি মনে করি, সরকারের এ খাতে প্রণোদনা দেওয়া উচিত।
 
তিনি আবাসন খাতে ব্যবসায়ে জড়িতদের উদ্দেশে বলেন, যে মন্দাভাব চলছে আবাসন খাতে খুব শিগগিরই তা দূর হয়ে যাবে। কেননা, আগামীতে সন্ত্রাসের রাজনীতির অবসান হবে।
 
মন্ত্রী রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) অধীনে উত্তরায় ১৫ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণের কথাও জানান।
 
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ১৯৯১ সালে মাত্র ১১টি প্রতিষ্ঠান নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করছিলো। বর্তমানে এর সদস্য সংখ্যা ১ হাজার ২শ’টি।
 
তিনি বলেন, এখনই বিনিয়োগের শ্রেষ্ঠ সময়। কেননা, ভবিষ্যতে জমির দাম আরো বাড়বে। রাজধানীতে জমি কম। তাই নাগরিকদের আরো বেশি করে এখনই বিনিয়োগ করা উচিত।
 
তিনি রাজউকের প্রকল্প থেকে রিহ্যাব সদস্যদের ফ্ল্যাট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া দাবি জানান।
 
অনুষ্ঠানে রিহ্যাবের সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
রিহ্যাব সামার ফেয়ার-২০১৫ এর উদ্বোধন ঘোষণা করেন গৃহায়নমন্ত্রী মোশাররফ হোসেন। এ সময় তাকে একটি সম্মাননা ক্রেট প্রদান করেন রিহ্যাব সভাপতি। এরপর মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
ইইউডি/ এএসআর

** শুরু হলো চারদিনের রিহ্যাব সামার ফেয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।