ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারী ব্যাংকারদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
নারী ব্যাংকারদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র নারী উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ প্রকল্প ‘নারীর ক্ষমতায়নে আইডিএলসি পূর্ণতার’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে গর্ভনর এ কথা বলেন।



এছাড়া ছুটিতে থাকাকালীন সময়ে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। ছুটিতে থাকার অজুহাতে নারী কর্মীদের পারফরমেন্স রেটিং আগের চেয়ে না কমানোরও নির্দেশ দিয়েছেন গর্ভনর।

এ বিষয়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মীদের অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানানোর আহ্বান জানান গর্ভনর।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) এএফএম আসাদুজ্জামান মঙ্গলবার বিকেলে বাংলানিউজকে বলেন, খুব দ্রুতই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

সন্ধ্যা ৬টার পর নারী ব্যাংকার অফিসে রাখতে হলে অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও নিরাপত্তা দিতে নির্দেশ দিয়ে কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।