বেনাপোল (যশোর): আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।
বুধবার (১০ জুন) দুপুর ১২টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ করে এ কর্মবিরতি ঘোষণা করেন সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা।
তারা এসময় বলেন, আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বৈধ ব্যবসায়ীদের অযথা হয়রানি করে কাস্টমস ও বিজিবি। এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পণ্য খালাসের ক্ষেত্রে হয় কাস্টমস নয়তো বিজিবি যে কোনো একটি পক্ষকে দায়িত্ব নিতে হবে। কাস্টমস দায়িত্ব নিয়ে পণ্য খালাসের অনুমতি দিলে বিজিবি সদস্যরা হয়রানি করতে পারবে না। একইভাবে বিজিবি দায়িত্ব নিলে দ্বিতীয়বার কাস্টমস পণ্য দেখতে পারবে না।
হয়রানির কারণে এ বন্দর থেকে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও মন্তব্য করেন তারা।
সংগঠনের নেতারা সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সিঅ্যান্ডএফ নেতারা শক্তভাবে এসব হয়রানির প্রতিবাদ করেন না। প্রতিবাদ করতে গিয়ে কর্মচারীরা বার বার লাঞ্ছিত হলেও নিরব থাকছেন তারা।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এদিকে, কর্মবিরতির মধ্যে ভারত থেকে পণ্য আমদানি হলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসআই