ঢাকা: রাজধানীর ভেতরে ক্রেতার ঠিকানায় পণ্য ডেলিভারি দিতে সম্প্রতি ‘বিক্রয় ডেলিভারস’ নামে একটি সেবা চালু করেছে অনলাইন মার্কেটপ্লেস ‘বিক্রয়ডটকম’।
বুধবার (১০ জুন) প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু রাজধানী ঢাকার মধ্যে পণ্য ‘বিক্রয় ডেলিভারস’ সেবা দেবে বিক্রয়ডটকম। তবে সেই পণ্যের ওজন দুই কেজির বেশি হওয়া যাবে না। আর এ জন্য বিশেষ প্রমোশনাল চার্জ নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।
প্রতিষ্ঠানটি একজন বিক্রয় প্রতিনিধি পাঠাবে বিক্রেতার কাছে। ওই প্রতিনিধি পণ্যটি ক্রেতার কাছে পৌঁছে দেবে এবং ক্রেতার কাছ থেকে পণ্য বিক্রির টাকা নিয়ে প্রতিষ্ঠানকে পৌঁছে দেবে।
সেবাটি পেতে হলে ০৯৬১৩-৭৮৬-৭৮৬ এ নম্বরে ফোন করে অথবা bit.ly/bikroydelivers ওয়েবসাইটে লগইন করে ‘ডেলিভারি রিকোয়েস্ট ফরম’ জমা দিতে হবে। বিক্রয়ডটকমের কাস্টমার সাপোর্ট টিম ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য একটি সুবিধাজনক সময় নির্ধারণে সহযোগিতা করবে।
এ প্রসঙ্গে বিক্রয়ডটকমের মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী বলেন, গ্রাহকদের চাহিদা ও সুবিধার জন্যই আমরা ‘বিক্রয় ডেলিভারস’ সেবাটি চালু করেছি। এতে গ্রাহকরা আরও সহজে ঝামেলা ছাড়াই লেন-দেন করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসএন/এএ