ঢাকা: বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় দিনের মত চলছে চারদিনব্যাপী আবাসন মেলা রিহ্যাব (রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ) সামার ফেয়ার-২০১৫।
তবে প্রত্যাশা অনুযায়ী জমে ওঠেনি মেলা।
বুধবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের বেশিরভাগই কেবল তথ্য সংগ্রহ করছেন। বিক্রি হচ্ছে সামান্যই।
মূলত কোন কোম্পানি কি ছাড় দিচ্ছে, কাদের কত আয়তনের কি সুবিধার অ্যাপার্টমেন্ট রয়েছে, সেগুলোই জানতে চাইছেন আগ্রহী দর্শনার্থীরা।
মেলায় মোট ১০২টি ডেভেলপার কোম্পানি স্টল নিয়েছে। তবে এ সব স্টলে অ্যাপার্টমেন্ট ক্রেতার সংখ্যা তেমন না হলেও বিভিন্ন ফিটিংস কোম্পানির স্টলে অল্প কিছু বিক্রি হচ্ছে। এছাড়া স্টল নিয়েছে ২৪টি বিল্ডিং মেটারিয়াল কোম্পানিও। এসব স্টলে পানির পাম্প, গ্যাস বার্নার, বিভিন্ন ধরণের ফিটিংস, সিমেন্ট প্রভৃতি বিক্রি হচ্ছে অল্প বিস্তর।
আরএফএল এর স্টলে সেলসম্যান তৌহিদুল ইসলাম ভূইয়া জানান, গতকালের চেয়ে আজ লোক সমাগম কিছুটা বেশি। তবে বেশিরভাগ ক্রেতাই মূলত ঘুরে ফিরে দেখছেন। মেলা উপলক্ষ্যে ১০ শতাংশ হারে বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিচ্ছে আরএফএল।
মদিনা’র সেলসম্যান মো. আসাদুল মোল্লা জানান,পণ্য বিক্রির চেয়ে মার্কেটিংটাই তাদের মূল লক্ষ্য।
মদিনা মেলা উপলক্ষ্যে কোনো ছাড় দিচ্ছে না। তারা বিভিন্ন ধরণের ফিটিংস, পানির পাম্প, পানির ট্যাংক বিক্রি করছে।
এদিকে ডেভেলপার কোম্পানির স্টলগুলোতে গিয়ে তেমন বিক্রির তথ্য পাওয়া যায়নি। অনেক কোম্পানি আবার বিক্রিও করছে না। পরে যোগাযোগ করার উদ্দেশ্যে কেবল কাস্টমারের তথ্য সংগ্রহ করছে।
এসেট এর সেলস ম্যানেজার সাইফুল ইসলাম জানান, কেবল মার্কেটিং এর জন্যই স্টল নেওয়া হয়েছে। এখান থেকে কাস্টমারদের প্রজেক্ট সমন্ধে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। এছাড়া কাস্টমারের সঙ্গে পরবর্তীতে যোগাযোগের জন্য তথ্য নেওয়া হচ্ছে। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
এদিকে মেলায় অংশ নেয়া আবাসন খাত সংশ্লিষ্টরা এ খাতের উন্নয়নে সরকারি প্রণোদনার দাবি জানান। নইলে আবাসন খাতের মন্দা সহসা কাটবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এছাড়া বিরোধী দলের সাম্প্রতিক জ্বালাও-পোড়াও রাজনৈতিক কর্মসূচিতে আবাসন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে ওই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।
আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্টের উপমহাব্যবস্থাপক খায়রুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি দেশের অর্থনীতির ওপর প্রভাব ফেলেছে। এবারের মেলায় দর্শনার্থীদের উপস্থিতি আগের বছরের থেকেও কম। সরকার যদি বাজেটে প্রণোদনার ব্যবস্থা রাখে তাহলে দেশের আবাসন খাত মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হবে।
আগামী ১২ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত প্রতিদিন চলবে আবাসন খাতের এ মেলা। তবে শেষদিন রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে স্টলগুলো।
রিহ্যাব ২০০১ সাল থেকে মেলার আয়োজন করে থাকে। তবে এবারের সামার ফেয়ার তাদের অষ্টম আয়োজন। আগামী ১৪ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
ইইউডি/এনএইচএফ/আরআই
** গ্যাস ওভেন, ম্যাজিক বেঞ্চই ক্রেতাদের পছন্দের শীর্ষে