ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী

পাইকারি দামে বসুন্ধরার আটা, টিস্যুসহ নানা পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
পাইকারি দামে বসুন্ধরার আটা, টিস্যুসহ নানা পণ্য ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা গ্রুপের সুজি, ময়দা, আটা, টিস্যুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য পাইকারি দামে ক্রেতারা কেনার সুযোগ পাচ্ছেন ‘নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনী’তে।
 
রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ প্রদর্শনী থেকে যে কেউ ইচ্ছে করলে এসব পণ্য কিনতে পারবেন।

পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে বুধবার (১০ জুন) বিকেলে।
 
কনভেনশন সিটির সেমিনার হলে প্রবেশ করতেই চোখে পরবে বসুন্ধরার স্টলটি। ময়দা, আটা, টিস্যুসহ নানা পণ্যের সমাহার নিয়ে দর্শনার্থী ও ক্রেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেল বিক্রয়কর্মীদের।
 
বসুন্ধরা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন ফরিদ আহম্মেদ জানান, স্টল থেকে পাইকারি দামে প্যাকেট সুজি, ময়দা, আটা, নেপকিন, বক্স টিস্যু (সাদা, গোলাপী, গোল্ড) মিনি ডায়াপারসহ বিভিন্ন পণ্য খুচরা বাজারের চেয়ে ২৮ টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন ক্রেতারা।
 
তিনি আরও জানান, প্রদর্শনীতে দর্শনার্থীদের এ উপহারের পাশাপাশি পণ্য সম্পর্কে ধারনাও দেওয়া হচ্ছে। মেলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়াও পাওয়া গেছে।
 
মিরপুর থেকে আসা আলেয়া বেগম ময়দা, সুজি ও টিস্যু কিনছিলেন। তিনি জানান, বসুন্ধরার পণ্য ছাড়ে পাওয়া যাচ্ছে, এটা তো অনেক বড় ব্যাপার। তাই কিছু পণ্য কিনেছি। এটি অনেক ভালো উদ্যোগ। তবে পণ্য যেন মানসম্মত হয় এই প্রত্যাশা তার।
 
নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের সমাহার ও পর্যটন সেবা নিয়ে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আগামী ১৪ জুন। পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে সেমস গ্লোবাল।
 
আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রবেশে ফি ধরা হয়েছে ৩০ টাকা। এতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, ভুটান, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ ১০টি দেশ অংশ নিয়েছে।

এসব দেশের ১০০টি প্রতিষ্ঠান প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ইলেকট্রনিক্স, যোগাযোগ প্রযুক্তি, খাদ্য ও পানীয়, স্বাস্থ্য সেবা পণ্য, প্রসাধনী সামগ্রী, গৃহসামগ্রী, ফ্যাশন ও আনুষঙ্গিক, কারু ও হস্তশিল্প প্রদর্শন করবে।

মেলায় বড় আকর্ষণ হিসেবে রয়েছে লোকজ উৎসব। এছাড়া পুতুল নাচ, পিঠা, বায়োস্কোপ, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার, কারুপণ্য এবং আদিবাসী জীবনধারার উপকরণ নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনীর আয়োজন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১০ জুন, ২০১৫
একে/জেডএস

** পর্দা উঠলো আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন মেলার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।