ঢাকা: দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) কার্যক্রমের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মনোজ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সিএসআর উদ্যোগে বিতরণকৃত অর্থের অর্ধবার্ষিক স্টেটমেন্ট তৈরি করতে প্রজ্ঞাপন জারির ৩০ দিনের মধ্যে প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসই/কেএইচ/।