ঢাকা: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব-নিকাশ এবং পরিচালকমণ্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়।
এছাড়া ২০১৪ সালের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মো. আব্দুল বারেক, পরিচালক সাজ্জাতুয জুম্মা, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, আনোয়ার হোসেন খান, সৈয়দ নূরুল আরেফিন, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার সাকিব আহমেদ, আব্দুল হালিম, মোহাম্মদ ফারুক, মো. হারুন মিয়া, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন, শরীয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা ইউসুফ আব্দুল মজিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা মো. সেতাউর রহমান এবং অন্যান্য সাধারণ শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ভিপি ও ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. আবুল বাশার।
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জুন ১১, ২০১৫
পিআর/এমএ