ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-কমার্স খাত

চূড়ান্ত বাজেটে ভ্যাটমুক্ত রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
চূড়ান্ত বাজেটে ভ্যাটমুক্ত রাখার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ই-কমার্স খাতে চার শতাংশ ভ্যাট নির্ধারণ করা হলে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই চূড়ান্ত বা সংশোধিত বাজেটে সম্ভাবনাময় এ খাতকে ভ্যাটমুক্ত রাখার বিষয়ে আবারও বিবেচনার দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের তিন শীর্ষস্থানীয় সংগঠন।



বৃহস্পতিবার (১১ জুন) বিডিবিএল ভবনে ‘বাজেট প্রতিক্রিয়া’ শিরোনামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, এর আগে তথ্যপ্রযুক্তি খাতে আয়কর অব্যাহতি ২০২৪ সাল পর্যন্ত বর্ধিত করা,  ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় করতে প্রাথমিকভাবে আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য ই-কমার্সের সব লেনদেন ভ্যাটমুক্ত রাখা এবং সরবরাহ পর্যায়ে উৎসে করের বিধান রহিত করাসহ আরও কয়েকটি বিষয় বাজেটে অন্তর্ভূক্তির প্রস্তাব করা হয়। কিন্তু এগুলোর অধিকাংশই উপেক্ষিত রয়েছে।
 
ই-কমার্স খাতের বিকাশে চূড়ান্ত বা সংশোধিত বাজেটে এসব প্রস্তাব  বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি দাবি জানান তিনি।

এছাড়াও ই-কমার্স খাতকে শিল্পখাত বিবেচনা করার দাবিও জানানো হয় সংগঠনগুলোর পক্ষ থেকে।

সংবাদ সম্মলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, আইএসপিএবির সভাপতি এম এ হাকিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১১, ২০১৫
জেডএফ/এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।