ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
সাভারে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা):‘মূল্য ঘোষণার ঝামেলা আর নাই,আপনার পণ্য বাজার মূল্যে বিক্রি করতে পারবেন। এখন থেকে ঘরে বসেই অনলাইনে রির্টান দাখিল করাসহ যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন করদাতারা।

এমনকি  রাজস্ব নিরুপণ নিয়ে কোন আপত্তি থাকলে তার জন্যেও মূসক দপ্তরে যাবার প্রয়োজন নেই।

অনলাইনে আপিল করা যাবে এবং অনলাইনে রায়ের কপিও পাওয়া যাবে। ’

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাভারের মামুন কমিউনিটি সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সাভার বিভাগ আয়োজিত ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ সম্পর্কে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এ কথাই তুলে ধরেন মূসক কর্মকর্তারা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা পশ্চিমের কমিশনার মো.মতিউর রহমান।

ধামরাই কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত-কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঢাকা পশ্চিমের শেখ আবু ফয়সাল মো.মুরাদ।

জনসচেতনতার অংশ হিসেবে সেমিনারে অনলাইনে কর প্রদানের বিভিন্ন সুবিধা সম্পর্কে করদাতাদের বিশেষভাবে অবগত করা হয়। এ সময় ঘরে বসেই কর দেওয়ার বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়। এছাড়া রিটার্ন দাখিল করার জন্য আর মূসক অফিসে না গিয়ে দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে মূসক দাখিল করার সুবিধাসমূহ বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন মূসক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।