ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেতা-দর্শক শূন্য তৃতীয় দিনের রিহ্যাব ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ক্রেতা-দর্শক শূন্য তৃতীয় দিনের রিহ্যাব ফেয়ার ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রেতা-দর্শক শূন্য অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) তৃতীয় দিনের মতো চলছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে চারদিনব্যাপী আবাসন মেলা রিহ্যাব (রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ) সামার ফেয়ার-২০১৫।

দিনের শুরুতেই সকাল ১০টায় যথারীতি মেলার কার্যক্রম শুরু হয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল যথারীতি খুললেও দুপুর নাগাদ চোখে পড়ার মতো কোনো দর্শনার্থী দেখা যায়নি।

মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরা ‍বসে গল্প করে অলস সময় পার করছেন। ক্রেতা দর্শনার্থী না থাকায় সবার মধ্যেই হাতাশার চাপ দেখা যাচ্ছে।

স্টলের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল বেলায় মেলায় এমনিতেই ক্রেতা দর্শীনার্থী কম আসেন। তবে আবহাওয়া বিরূপ হওয়ায় মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম না বললেই চলে। প্রতিদেনর মতো সন্ধ্যা নাগাদ ক্রেতা-দর্শনার্থী আসতে পারেন বলে আশা প্রকাশ করেন তারা।

আয়োজক সংগঠন রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা রশিদ বাবু বাংলানিউজকে বলেন, প্রতিদিনই সকাল বেলায় মেলায় ক্রেত দর্শক শুন্য থাকে। বিকেলেও সন্ধ্যার দিকে কিছু ক্রেতা দর্শনার্থী আসেন। যেমনটা গতকালও দেখা গেছে। এখানে তো হুমরি খেয়ে মানুষ এসে ভীড় করবে না। কারণ এটা স্বাভাবিক কোনো ফেয়ার নয়। কারণ এখানে টাকা দিয়ে টিকিট কেটে যারা ঢুকবেন যাদের ফ্ল্যাট বা প্লট কেনার পরিকল্পনা রয়েছে।

বিক্রির তথ্য জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো দু’তিনটি করে ফ্ল্যাট-প্লট বিক্রি করছেন।

বুধবার (১০ জুন) মেলার দ্বিতীয় দিনেও কোন কোম্পানি কি ছাড় দিচ্ছে, কাদের কত আয়তনের কি সুবিধার অ্যাপার্টমেন্ট রয়েছে, সেগুলোই জানতে চাইছেন আগ্রহী দর্শনার্থীরা।
 
মেলায় মোট ১০২টি ডেভেলপার কোম্পানি স্টল নিয়েছে। তবে এ সব স্টলে  অ্যাপার্টমেন্ট ক্রেতার সংখ্যা তেমন না হলেও বিভিন্ন ফিটিংস কোম্পানির স্টলে অল্প কিছু বিক্রি হচ্ছে। এছাড়া স্টল নিয়েছে ২৪টি বিল্ডিং মেটারিয়াল কোম্পানিও। এসব স্টলে পানির পাম্প, গ্যাস বার্নার, বিভিন্ন ধরণের ফিটিংস, সিমেন্ট প্রভৃতি বিক্রি হচ্ছে অল্প বিস্তর।

আগামী ১২ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত প্রতিদিন চলবে আবাসন খাতের এ মেলা। তবে শেষদিন রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে স্টলগুলো। মঙ্গলবার (০৯ জুন) থেকে মেলা শুরু হয়।
 
রিহ্যাব ২০০১ সাল থেকে মেলার আয়োজন করে থাকে। তবে এবারের সামার ফেয়ার তাদের অষ্টম আয়োজন। আগামী ১৪ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসইউজে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।