ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জে আল-আরাফাহ ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ১১, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে আল-আরাফাহ ব্যাংকের নতুন শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২২তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ব্যাংকের পরিচালক আলহাজ নাজমুল আহসান খালেদ প্রধান অতিথি হিসেবে নতুন এ শাখার উদ্বোধন করেন।



এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ আব্দুল মালেক মোল্লা। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জোনের প্রধান মো. আবুল বাশার। এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আকবর হোসেন, মো. মোজাম্মেল হক এবং মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক- শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আলহাজ নাজমুল আহসান খালেদ বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে আল-আরাফাহ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংকের প্রতিষ্ঠা।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সব রকম ব্যাংকিং পরিসেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এ এলাকার উন্নয়নের সহযোগী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।