ঢাকা: বাজেট নিয়ে সমালোচনা না করে কাজ করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামাণিক।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে গারটেক্স শো ২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ইমাজ উদ্দিন বলেন, বিশ্বের অনেক উন্নত দেশেই ঘাটতি বাজেট রয়েছে। এতে মন খারাপের কিছু নেই। গণতান্ত্রিক দেশে কেউ সমালোচনা করতেই পারেন। কিন্তু সমালোচনা না করে কাজ করাই শ্রেয়।
মন্ত্রী বলেন, ট্যাক্স কোনো কোনো ক্ষেত্রে বাড়তেই পারে। তা মানুষের জন্যই করা হয়েছে। বস্ত্র শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের দাবি আমি প্রধানমন্ত্রী কাছে পৌঁছে দেবো।
এ সময় বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, বাজেটে উৎস কর এক শতাংশ বাড়ানো কখনোই যুক্তিসঙ্গত হবে না। পৃথিবীর পোশাকের মোট বাজারে রফতানিতে বাংলাদেশ দ্বিতীয় হলেও তা চীনের তুলনায় খুব কম। এ খাতে একশ’ বিলিয়ন ডলারও রফতানি সম্ভব। কিন্তু তাতে দরকার সরকারের পৃষ্ঠপোষকতা।
সম্ভাবনাময় শিল্প গুলোর উন্নয়নের জন্য মেলা খুব জরুরি। তবে এসব মেলায় সরকারের অর্থায়নও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরও ছিলেন, বিইএমইএ’র সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, এলইএলপিটিএ’র সভাপতি আসলাম মিয়া প্রমুখ।
এ প্রথম দেশে গার্মেন্টস, টেক্সটাইল ও পাদুকা শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। তিন দিন ব্যাপী এ মেলা চলবে ১৩ জুন পর্যন্ত। মেলায় একশ’ ৪০টি স্টল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ইউএম/এসএন/আরআই