ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ফেনীতে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ব্যাংকটির বিভিন্ন শাখার গ্রাহদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে ফেনী, কুমিল্লা, চৌমুহনী, মাইজদীকোর্ট, দাগনভূঞা, বাংলা বাজার, ফরিদগঞ্জ, আমিশাপাড়া, রাজনগর, কোরাইশ মুন্সী, লক্ষীপুর, চাঁদপুর ও বজরা বাজার শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ লুৎফল হায়দারের সভাপতিতে সুধী ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়্যারম্যান আকরাম হোসেন হুমায়ুন।
 
এছাড়াও গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ে অংশ গ্রহণ করেন- ব্যাংকের ভাইস চেয়্যারম্যান আবদুল হান্নান, নির্বাহী কমিটির চেয়্যারম্যান একেএম সহিদ রেজা, পরিচালক আনোয়ারুল হক, মোহাম্মদ সেলিম,  মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এহসুনুল হক।
 
গ্রাহক ও সুধীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সাবেক সংসদ অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান আবদুর রহমান বিকম, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজেরে সাবেক সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী এলাকা হওয়ায় শিল্প বিকাশে ফেনীর রয়েছে অপার সম্ভাবনা।

ফেনীতে দুইশ কোটি টাকার আমানত সংগ্রহের কথা উল্লেখ করে ব্যাংকের কর্মকর্তারা বলেন, এ টাকা অর্ধেকও যদি ফেনীর শিল্প বিকাশে কাজে লাগানো হয় তাহলে ফেনী অনেক এগিয়ে যাবে। ব্যাংকের কর্মকর্তারা ফেনীর গ্রাহকদের শিল্প উদ্যোক্তা হবার জন্য আহ্বান করেন।
 
মতবিনিময় শেষে ২০১৩ সালের এএসএসসি ও সমমান পরীক্ষায় উর্ত্তীন্ন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান করে ব্যাংকটির প্রতিষ্ঠাতা আবদুল জলিল ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।