ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে বিশেষ অফার নিয়ে অনলাইনে মীনাবাজার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
রমজানে বিশেষ অফার নিয়ে অনলাইনে মীনাবাজার

ঢাকা: এখন থেকে স্মার্টফোনে মীনাবাজারের যে কোনো পণ্যের অর্ডার দেওয়া যাবে। রমজানে কেনাকাটার ঝক্কি এড়াতে ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বাজার অর্ডার করলে তা ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দেবে এ সুপারশপ।



নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ক্ষেত্রেও রমজানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ঢাকায় মীনাবাজারের সবক’টি আউটলেটে এ সুযোগ থাকছে।

শুক্রবার (১২ জুন) থেকেই রমজানের অফার ও সুপারমার্কেট শপিং অ্যাপ চালু করছে মীনাবাজার।

রমজানে প্রতিকেজি মিনিকেট চাল তারা ৪২ টাকা থেকে কমিয়ে দিচ্ছে ৪০ টাকায়। এছাড়া ভিওলা সয়াবিন তেল ৪শ’ ৮০ টাকা থেকে কমিয়ে ৪শ’ ৬০ টাকা (৫ লিটার), ১শ’ ১৭ টাকার মসুর ডাল (কেজি) ১শ’ ১৪ টাকা,  ১শ’ ৩০ টাকার কাজী ফার্মস এগ (১২ পিস) ১শ’ ১৭ টাকা, আলু ও পেঁয়াজ প্রতি ৫ কেজির প্যাকে ১৫ টাকা ছাড় ও প্রতিপিস মুরগী ১০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে রাজধানীতে মীনাবাজারের যে কোনো আউটলেটে।

একই সঙ্গে প্রতিকেজি শসায় ১০ টাকা, বেগুনে ১০ টাকা, দেশি কাঁচামরিচে ১৫ টাকা, তেলাপিয়া মাছে ১৫ টাকা ও প্রতিপিস দেশি লেবুতে ২ টাকা ছাড় থাকছে।

ইফতার সামগ্রীর দামও হাতের নাগালেই রাখছে মীনাবাজার। অফার চলাকালে প্রতিকেজি সাদা চিনি ৪১ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা, ২শ’ ৯৫ টাকার প্রতিকেজি ক্রাউন খেজুর ২শ’ ৬৫ টাকা, ৪০ টাকার এসিআই পিওর হালিম মিক্স ২৫ টাকা (২০০ গ্রাম), ৮২ টাকার মুড়ি ৭২ টাকা (৫০০ গ্রাম), ৪২ টাকার প্রাণ চিড়া ৩৮ টাকা (৫০০ গ্রাম), ৫শ’ ২৫ টাকার মার্কস মিল্ক ৪শ’ ৮০ টাকা (১ কেজি), ৫শ’ ১০ টাকার প্রাণ চিনিগুড়া চাল ৪শ’ ৮৫ টাকা (৫ কেজি), ৪০ টাকার প্রাণ এইচ টি মিল্ক ৩৭ টাকা, ২শ’ ৫০ টাকার ফানটার জুস ২৩০ টাকা (১ লিটার), ৪শ’ ৭৫ টাকার ট্যাং ৪শ’ ২৫ টাকায় (৭৫০ গ্রাম) পাওয়া যাচ্ছে।

এছাড়া মীনা অরগানিক সরিষার তেল (৫০ মি.লি.), কেমিকেলমুক্ত হিমসাগর আম, মাল্টা ও ল্যাংড়া আমের প্রতিকেজিতে থাকছে ১০ টাকা ছাড়।   

মীনাবাজারের একটি আইটলেটের ম্যানেজার এ বিষয়ে বাংলানিউজকে বলেন, শুক্রবার সকাল থেকেই অনলাইনে পণ্য অর্ডার ও রমজানের অফারটি চালু হচ্ছে। ক্রেতারা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ঘরে বসে বাজার অর্ডার করতে পারবেন। এক্ষেত্রে ১ হাজার টাকার পণ্য অর্ডার করলেই ফ্রি হোম ডেলিভারি দেওয়া হবে।

হোম ডেলিভারির জন্য ফোন করতে চাইলে যোগাযোগ করা যেতে পারে- ধানমণ্ডি ২৭- ০১৮৪১৭০০৭৯০, এলিট সেন্টার ০১৮৪১৭০০৭৯২, ওয়ারি ০১৮৪১৮০০৭৭৭, শান্তিনগর ০১৮৪১৬০০৭৭৭, উত্তরা ০৬- ০১৮৪১৯০০৭৭৭, আসাদ এভিন্যু ০১৮৪১৭০০৭৯১, মোহাম্মদীয়া হাউজিং ০১৮৪১৭০০৭৯৪, বনশ্রী ০১৮৪১১৫০৭৭৭, ইস্কাটন ০১৮৪১৪০০৭৭৭, গুলশান ও বনানী ০১৮৪১৭০০৭৭৭ নম্বরে।

তিনি আরও বলেন, কাঁচা বাজারের ক্ষেত্রে আমরা সরাসরি মাঠ থেকে পণ্য সংগ্রহ করি। আমরা প্রতিটি পণ্যের গুণগত মান ঠিক রাখা ও দাম সাধ্যের মধ্যে রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিই।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।