ঢাকা: আসবাবপত্র, ভবন, জাহাজ অথবা সড়ক সবখানেই রঙের সমাধান দিয়ে যাচ্ছে বার্জার পেইন্টস। বিশ্বের সর্বাধুনিক ও নিজেদের প্রযুক্তি দিয়ে তৈরি করা পণ্য নিয়েই বার্জার পেইন্টস বছরের পর বছর ভোক্তাদের চাহিদা পূরণ করে যাচ্ছে।
শুক্রবার (১২ জুন) আন্তর্জাতিক উড (কাঠ) প্রদর্শনীতে বার্জার পেইন্টসে খোঁজ নিতেই পাওয়া গেল এ তথ্য।
রাজধানীর বারিধারার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এ প্রদর্শনী শনিবার শেষ হবে।
প্রায় ১০ বিভাগে বার্জারের একাধিক পণ্য রয়েছে। আসবাবপত্রের ল্যাকার পলিশের জন্য ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি ইনোভা খুবই উন্নতমানের একটি পণ্য। এটি তাপ সহিঞ্চু। ইনোভা ব্যবহার করা আসবাবপত্রে গরম পানি অথবা তাপ জাতীয় কোনো কিছু পড়লেও রঙ নষ্ট হয় না।
নতুন ভবন নির্মাণ, বাড়ির ছাদ, দেওয়ালে নোনা ধরলে অথবা স্যাঁতস্যাঁতে হলে তার সমাধানে মি. এক্সপার্ট খুবই কার্যকর একটি পণ্য। এই মি. এক্সপার্টের মধ্য অনেকগুলো পণ্য রয়েছে।
এছাড়াও আসবাবপত্রের জোড়া লাগাতে পাওয়ার বন্ড অ্যাডহেসিভ, জাহাজের জন্য মেরিন পেইন্ট, স্টিলের আসবাবপত্রের জন্য পাউডার অ্যান্ড কয়েল কোটিন, সড়কের জন্য রোড মার্কিং পেইন্ট, বাসা বাড়িতে রঙের জন্য ডেকোরেটিভ পেইন্ট, দেওয়াল ডিজাইনের জন্য ইলিউশন পেইন্টস, শিল্প প্রতিষ্ঠানের মেশিনারিজের জন্য ইন্ড্রাস্ট্রিয়াল পেইন্ট অন্যতম।
বার্জার পেইন্টস প্রযুক্তিবিদ রুবেল হোসেন জানান, বার্জার পেইন্টসের বার্জার কালার ব্যাংক রয়েছে যা থেকে পাঁচ মিনিটেই কল্পনার রঙ করা যাবে। আধুনিক ও উন্নতমানের আসবাবপত্র তৈরির জন্য প্রয়োজনীয় এডিসিভ বার্জারের পক্ষ থেকে বাজারজাত করা হচ্ছে।
বার্জার পেইন্টসের হেড অব কনস্ট্রাকশন কেমিক্যালস মুহতাশীম আহমেদ জানান, আধুনিক ও উন্নতমানের পণ্য সরবরাহ করে রঙের দিক দিয়ে বার্জার পেইন্টস ইতোমধ্যে বাংলাদেশে এক নম্বর স্থান করে নিয়েছে। এখন রঙের বাইরে শিল্পপ্রতিষ্ঠানের জন্যও বিভিন্ন পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে বার্জার।
তিনি বলেন, সময়োপযোগী ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমরা ভোক্তাদের কাছে প্রতিমুহূর্তেই নতুন নতুন পণ্য নিয়ে আসার চেষ্টা করি। ফলে, ভোক্তারা সর্বাধিক সেবা পেয়ে থাকেন।
তিনি আরো বলেন, এছাড়া আমাদের হোম ডেকর রয়েছে; যেখান থেকে ভোক্তারা রঙ বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে পারেন। এখানে রঙ বিষয়ে অভিজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। আর বিনামূল্যে কল সেন্টার থেকেও ভোক্তারা রঙ বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা পেতে পারেন। কলসেন্টারের নম্বর- 09666-775533.
তিনি জানান, রঙ নিয়ে ১৯৭০ সাল থেকে বাংলাদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বার্জার পেইন্টস। এ প্রতিষ্ঠানের রঙগুলো পরিবশবান্ধব। তাই, দিন দিন বার্জার পেইন্টসের চাহিদা বেড়েই যাচ্ছে। বার্জার পেইন্টসের ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইট- www.bergerbd.com
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ১২, ২০১৫
একে/এবি