প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: বাংলাদেশে প্রথম তাপনিয়ন্ত্রণ ভবন নির্মাণে স্যান্ডউইচ প্যানেল নিয়ে এসেছে অ্যাডভান্সড টেকনোলোজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড। উন্নত ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এ পণ্যের গুনগত মান ভালো হওয়ায় অল্প সময়েই বিস্তৃতি ও সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১২ জুন) বিকেলে গার্মেন্টস সংশ্লিষ্ট মেশিনারিজ ও পণ্য প্রদর্শনীতে অ্যাডভান্সড টেকনোলজির স্টলে খোঁজ নিয়ে পাওয়া গেলো এ তথ্য। আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় এ প্রদর্শনী চলছে। শনিবার (১৩ জুন) প্রদর্শনী শেষ হবে।
স্টলে খোঁজ নিয়ে জানা যায়, স্বল্প সময় ও খরচ কম হওয়ায় বিভিন্ন ফ্যাক্টরি শেড, অ্যাগ্রো ফার্ম, পাওয়ারপ্ল্যান্ট, ওষুধ কারখানা, রেসিডেন্সিয়াল হাউস, কোল্ডস্টোরেজ সংশ্লিষ্টরা এই তাপ নিয়ন্ত্রক স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করছেন।
তাপ নিয়ন্ত্রক এ স্যান্ডউইচ প্যানেলের মধ্যে রয়েছে লকিং সকেট। এটি দিয়ে একটি প্যানেলকে অপর প্যানেলের সঙ্গে যুক্ত করা হয়। যা খুবই উন্নতমানের। এছাড়া এর মধ্যে রয়েছে ইনসুলেশন ভ্যালু। এটি বাইরের তাপকে ভেতরে ঢুকতে দেবে না, আবার ভেতরের ঠান্ডাকে বাইরে যেতে দেবে না।
স্যান্ডউইচ প্যানেলের মাধ্যমে অল্প সময়ে অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয় বলে এটি এখন বাজারে বেশ সমাদৃতও। হালকা ও সহজে বহনযোগ্য এ প্যানেল খরচেও বেশ সাশ্রয়ী।
অ্যাডভান্সড টেকনোলোজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড ম্যানেজার (মার্কেটিং) সুশান্ত সাহা শুভ বাংলানিউজকে জানান, স্যান্ডউইচ প্যানেল তাপ ও শব্দ নিয়ন্ত্রক। এর পাশাপাশি এটি ভূমিকম্প সহনশীলও। ফলে এই টেকনোলোজিতে তৈরি করা ভবন মজবুত ও উন্নত থাকে।
অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস্ট লিমিটেডের সিস্টার কনসার্ন হিসেবে অ্যাডভান্সড টেকনোলোজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড এসব পণ্য বাজারজাত করছে। প্রদর্শনীতে এসে প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য সম্পর্কে জানা যাবে।
সার্বিক বিষয়ে অ্যাডভান্সড টেকনোলোজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এস এম রিফাত রেজা হোসেন বলেন, আগে বাংলাদেশে যেসব ভবন, বাড়ি ঘর ও শিল্প কারখানা তৈরি হয়েছে সেগুলোর অধিকাংশই তাপনিয়ন্ত্রক নয়। সেখান থেকেই আমাদের এই আইডিয়াটি আসে। এরপর শুরু করি সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রক ভবন তৈরির কাজ।
তিনি বলেন, অ্যাডভান্সড টেকনোলোজির পণ্যগুলো স্বল্প খরচ ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সবাই খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছে। অতীতের চেয়ে এখন বেশ ভালো সাড়াও পাওয়া যাচ্ছে ক্রেতাদের কাছ থেকে। শব্দ নিয়ন্ত্রক হওয়ায় স্যান্ডউইচ প্যানেলের একস্টিক ভ্যালু আছে এবং এটি পরিবেশবান্ধব।
অ্যাডভান্সড টেকনোলোজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের এই কর্ণধার আরও বলেন, এক সময় বিদেশের ওপর নির্ভর করে থাকতো হতো তাপ নিয়ন্ত্রক স্যান্ডউইচ প্যানেলের জন্য। আমরাই প্রথম দেশে বৃহৎ আকারে এই পণ্যটি তৈরির পাশাপাশি বাজারজাত করছি।
অ্যাডভান্সড টেকনোলোজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের তাপনিয়ন্ত্রক স্যান্ডউইচ প্যানেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করা যাবে 01833311012 নম্বরে। এছাড়াও ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে তথ্য: www.advanced-bd.com ।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
একে/এএ