নারায়ণগঞ্জ: নতুন করে কোনো কর আরোপ ছাড়াই ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য চারশ’ ৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ছয়শ’ ১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।
সোমবার (১৫ জুন) সকালে সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গনে সুধী সমাবেশে ওই বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পর এটা চতুর্থ বাজেট ঘোষণা। বাজেটে এবারও উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫২ লাখ ২২ হাজার নয়শ’ ৮৩ টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪১ লাখ ৭১ হাজার চারশ’ ৩৫ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে চারশ’ ১৫ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ছয়শ’ ৩৪ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে চারশ’ ৩৮কোটি ৩৮ লাখ ৯৪ হাজার তিনশ’ ৯০ টাকা। বছর শেষে ঘোষিত বাজেটে উদ্বৃত্ত থাকবে দুই কোটি ১০ লাখ ১৮ হাজার সাতশ’ ৯২ টাকা।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, বাজেটে দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন খাতে বিশেষ বরাদ্দ নেওয়া হয়েছে। উন্নয়ন খাতের মধ্যে রয়েছে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, খেলাধুলার মান উন্নয়ন, স্ট্রিট লাইট স্থাপন প্রভৃতি।
বাজেট ঘোষণা করে আইভী নগরবাসীর সহায়তা কামনা করেন। পাশাপাশি কর দিতে সবার প্রতি আহ্বান জানান। বাজেট বক্তব্যে আইভী ভবিষ্যৎ উন্নয়নের অনেক খাত তুলে ধরেন।
২০১২ সালের ২৫ জুন প্রথমবারের মত নাসিকের তিনশ’ সাত কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সর্বশেষ গত ২০১৪-২০১৫ অর্থ বছরে চারশ’ ২৪ কোটি চার লাখ ৬৯ হাজার পাঁচশ’ ১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
এসএন/আরআই