আশুলিয়া(ঢাকা): সাভারের আশুলিয়ায় বিদেশি মালিকানাধীন ক্লার্ক এনার্জির নতুন ঢাকা সার্ভিস ফ্যাসিলিটির উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
সোমবার(১৫ জুন) দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর উদ্বোধন করেন।
ব্রিটিশ রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সহায়ক যন্ত্রপাতির সার্ভিসিং প্রদানের লক্ষ্যে ক্লার্ক এনার্জি বিনিয়োগ করেছে যা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কার্যকরী ভূমিকা পালন করবে এবং দেশব্যাপী স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহে সাহায্য করবে।
যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে কাজ করার জন্য এটি একটি চমৎকার উদাহরণ যা পরবর্তীতে দেশের উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান, ক্লার্ক এনার্জি সার্ভিস ফ্যাসিলিটির ব্যবস্থাপনা পরিচালক দিও দত্ত এবং ক্লার্ক এনার্জির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরআই