ময়মনসিংহ: দেশীয় উদ্যোক্তাদের আমদানি নির্ভশীলতা বাদ দিয়ে রফতানির মানসিকতা তৈরি করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার (১৫ জুন) ময়মনসিংহের ভালুকায় রানার গ্রুপের কারখানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আমানুল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জেনারেল (অব:) শফিকুজামান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছেন রানার গ্রুপ তার একটি স্পষ্ট উদাহরণ। এজন্য দেশের ব্যবসায়ীদের আমদানি নির্ভশীলতা বাদ দিতে হবে। কিভাবে রফতানিমুখী শিল্পকারখানা গড়া যায়, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে উদ্যোক্তাদের।
আমু বলেন, আমাদের বিশাল মাকের্ট রয়েছে। নিজেদের প্রয়োজনে উৎপাদন বাড়াতে হবে। এভাবে চলতে থাকলে দেশ দ্রুত এগোবে। এ সময় দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
শিল্পমন্ত্রী বলেন, পরিকল্পনা নিয়ে কাজ করলে দেশে দ্রুত শিল্পায়নের বিকাশ ঘটবে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের দেশ আদর্শ। ইতোমধ্যেই বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। অন্যরা বিনিয়োগে আসতে পারলে আমরা কেন পারবো না?
ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক জোন করার ঘোষণা করা হয়েছে। আশা করি, এসব বাস্তবায়ন করা গেলে ২০২১ সালের মধ্যেই দেশ মধ্য আয়ে পরিণত হবে।
এর আগে শিল্পমন্ত্রী কারখানায় পৌছে রানারের পেইন্ট শপ উদ্বোধন করেন। পরে পুরো কারখানা পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসইউজে/কেএইচ/