ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে মার্কেট খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
রমজানে মার্কেট খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুরো রমজান মাসজুড়ে সব ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিপণিবিতান খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত। ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।



মঙ্গলবার (১৬ জুন) বিদ্যুৎ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম রমজান থেকেই রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

গত রমজানে পনের রোজার পর থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিলো। সাধারণ নিয়মে রাত ৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, রমজানে সেহরি ও ইফতার হবে লোডশেডিং মুক্ত। তবে ওই সময়ে বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

সেহরি ও ইফতারের সময়ে এসি ব্যবহার না করারও অনুরোধ জানিয়েছেন তিনি। ‍
 
বৈঠকে অংশ নেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এমএ কাদের কিরণ। তিনি ব্যাংকগুলোর অতিরিক্ত আলোকসজ্জা নজরে আনেন। জবাবে প্রতিমন্ত্রী খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৫/আপডেট: ১৩৩৬ ঘণ্টা,
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।