ঢাকা: দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারিখাতের মিডল্যান্ড ব্যাংক তৃতীয় বর্ষে পর্দাপন করবে আগামী ২০ জুন, শনিবার। সফলতার সঙ্গে দুই বছর অতিক্রম করে তৃতীয় বর্ষে পর্দাপন ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান বিগত বছরগুলোর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।
তিনি বলেন, মিডল্যান্ড ব্যাংক সব ধরনের গ্রাহকসেবা চালু করেছে। কোনো গ্রাহক যেন ব্যাংকে এসে ফেরত না যান, সেজন্যই আমাদের এ উদ্যোগ। কার্যক্রম শুরুর পর থেকেই সব শ্রেণি-পেশার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বিভিন্ন স্কিম চালু করা হয়েছে।
২০১৩ সালের ২০ জুন যাত্রা শুরুর পর মিডল্যান্ড ব্যাংক ১১টি শাখা, ৮টি এটিএম বুথ স্থাপন করেছে। এ বছরের মধ্যেই আরও ৯টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। মোট ডিপোজিট এক হাজার দু’শ ৪৮ কোটি টাকা। ঋণ বিতরণ করা হয়েছে নয়শ’ ৮ কোটি টাকা।
ব্যাংকের ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে আহসান-উজ জামান বলেন, ব্যতিক্রমধর্মী সেবা ও স্কিম চালু করে গ্রাহকের আস্থা অর্জন ও চাহিদা পূরণ করতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।
মিডল্যান্ড ব্যাংকের কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে এজেন্ট ব্যাংকিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ মেনে কম ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাইমুল কবিরসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসই/জেডএস