ঢাকা: আগামী মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। আর কার্যকর হবে ১ জুলাই থেকে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য দেন।
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুন:নির্ধারণের দাবি করে অর্থমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, পে-কমিশন এবং সচিব কমিটির প্রতিবেদন তিনি দেখেছেন। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন এবং প্রয়োজনে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।
পে-কমিশন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদের পে-কমিশনই শেষ অস্থায়ী কমিশন। এ বিষয়ে একটি স্থায়ী কমিশন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএমএ/কেএইচ/