ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমইর উন্নয়নে নতুন পলিসি গ্রহণের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসএমইর উন্নয়নে নতুন পলিসি গ্রহণের আহ্বান বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে নতুন পলিসি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমীতে (বিবিটিএ) এসএমই অর্থায়ন বিষয়ক সেমিনারে গর্ভনর এ আহ্বান জানান।



তিনি বলেন, নতুন পলিসি গ্রহণের মাধ্যমে এ খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে পারলে শহর ও গ্রামের মধ্যে বিরাজমান দূরত্ব কমে আসবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও বাংলাদেশ ইন্সপায়ার্ড এই সেমিনারের আয়োজন করে।

এ সময় আরও বক্তব্য রাখেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পেইরি মেইডন, বিবিটিএ অধ্যক্ষ কেএম জামসেদ উজ জামান বিআইবিএম মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও কেএএম মাজেদুর রহমান।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।