ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৬২ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা।
সোমবার সকাল ১১টায় পৌরসভার মাহবুবুল হুদা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র মো. হেলাল উদ্দিন এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে- পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, পৌর সুপার মার্কেটের সেলামী, পৌর পানি সরবরাহ ও জলবায়ু পরিবর্তন ইত্যাদি খাতে।
সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, কর আদায় ও কর নির্ধারণ, কসাইখানা, পার্ক নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে। বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪১ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার, সচিব এটিএম ইছহাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
পিসি/