ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের ১০ দিন আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
ঈদের ১০ দিন আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবি ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ঢাকা মহানগরের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক খালিকুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এক্ষেত্রে মালিকদের কোনো প্রকার বাহনা মেনে নেওয়া হবে না।

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে সরকারকে আন্তরিক থাকতে হবে বলেও মত দেন বক্তবা।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
এসকেএস/আইএ/আইএএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।