ঢাকা: ম্যাগির পর পরীক্ষাগারে ব্যর্থ প্রমাণিত হলো যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ভোক্তাপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেকিট বেনকিজারের ডেটল সাবান।
রেকিট বেনকিজার (ভারত) লিমিটেডের প্রস্তুতকৃত ডেটল সাবান ল্যাবরেটরি পরীক্ষার পর প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক ও ভারতীয় সবাদমাধ্যম।
রিপোর্টে বলা হয়, ২০১৪ সালের নভেম্বরে আগ্রা থেকে ভারতের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ডেটল সাবানের কয়েকটি স্যাম্পল সংগ্রহ করে। পরে এগুলো লক্ষ্মনৌতে পরীক্ষাগারে পাঠানো হয়।
পরীক্ষাগারে সাবানের নিম্নমানের পাশাপাশি ওজন কম পাওয়ার কথা বলা হয় রিপোর্টে।
আগ্রা ড্রাগ ইনস্পেকটর আর সি যাদব এ বিষয়ে বলেন, ডেটলের সাবানের গায়ে ১২৫ গ্রাম ওজনের কথা বলা হলেও, পরীক্ষাগারে তা ১১৭ গ্রামের কিছু বেশি পাওয়া যায়।
‘অ্যান্টি ব্যাকটেরিয়াল’ ডেটল ছাড়াও পরীক্ষাগারে ব্যর্থ হয়েছে আরো ১০টি ওষুধ। আর ব্যর্থতার এ রিপোর্ট এফডিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
রিপোর্ট পাওয়ার বিষটি নিশ্চিত করে রেকিট বেনকিজারের এক কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত, ডেটল সাবান শতকরা একশ’ ভাগ নিরাপদ। এটি কয়েকধাপে পরীক্ষা করা হয়। প্যাকেজিংয়ের সময় এর ওজন সঠিকভাবে পরিমাপ করা হয়। তবে, তৈরি থেকে বাজারজাত পর্যন্ত সময়ে এর ময়েশ্চার কমে যাওয়ায় কিছু ওজন হারাতেও পারে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ২০, ২০১৫
জেডএস