ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে ৬০ হাজার পথযাত্রীকে ইফতার করাবে ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
রমজানে ৬০ হাজার পথযাত্রীকে ইফতার করাবে ইসলামী ব্যাংক

ঢাকা: রমজান উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ৬০ হাজার পথযাত্রী রোজাদারের মধ্যে ইফতার বিতরণের মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (২০ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুহাম্মদ আবুল বাশার ও আবদুস সাদেক ভুঁইয়া এবং বিজনেস প্রোমোশন ও মার্কেটিং বিভাগের প্রধান ড. মো. কামালুদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিনে শাহবাগ, ফার্মগেট, মহাখালী-বনানী, মৌচাক-রামপুরা, নয়াবাজার-সদরঘাট ও যাত্রাবাড়ী এলাকায় ২ হাজার পথযাত্রী রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।