রাজশাহী: ২০১৫-১৬ অর্থবছরে রাজশাহী নগরের উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
রোববার (২১ জুন) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাসিক-এর দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম বলেন, সরকার নগরের উন্নয়নের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই।
‘কিছুদিন আগে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী মোড় পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের জন্য ১২৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়। ’
এসব কার্যক্রমে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসএস/এমএ