ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ

ইউসিবিএলে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ইউসিবিএলে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলার সিদ্ধান্ত

ঢাকা: জালিয়াতি করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির নয়াবাজার শাখার সাবেক ভাইস প্রিন্সিপাল (ভিপি) আলী হায়দারসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ জুন) রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির নিয়মিত সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়।


 
আলী হায়দারসহ অপর যে দু’জনের বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে তারা হলেন, ইউসিবিএলের নয়াবাজার শাখার আরেক সাবেক ভিপি মো. ইউনুস ও এফএস প্যাকেজিং নামক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফাহমিদা সুলতানা।
 
দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন শিগগির রাজধানীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করবেন।

দুদক সূত্র জানায়, ফাহমিদা সুলতানার স্বামী নুরুল ইসলাম খান জীবিত থাকাকালে প্রতারণা-জালিয়াতি করে ভাই-বোনদের নামে থাকা রাজধানীর পূর্ব গোড়ানের ১৭ কাঠা জমি পাওয়ার অব অ্যাটর্নি, মর্গেজ ডিডসহ ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংকে জামানত রেখে ঋণের নামে ১০ কোটি টাকা আত্মসাৎ করেন।  
 
জাল কাগজপত্রে ১০ কোটি টাকার ঋণ মঞ্জুর করার কাজে সহায়তা করেছিলেন ব্যাংকের নয়াবাজার শাখার সাবেক ম্যানেজার আলী হায়দার ও সাবেক কর্মকর্তা মো. ইউনুস।
 
ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাতে জাল-জালিয়াতির ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছেন ফাহমিদা সুলতানা ও তার স্বামী নুরুল ইসলাম খান। ফাহমিদার স্বামী মৃত্যুবরণ করায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এডিএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।