ঢাকা: রপ্তানি আয় ও রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (২৫ জুন) বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ২৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হিসাব মতে, এ রিজার্ভ বুধবার (২৪ জুন) পর্যন্ত ২১ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, এ পরিমান রিজার্ভ দিয়ে ৭ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা যাবে।
এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। রপ্তানিকারকদের বিভিন্ন প্রণোদনার ফলে রপ্তানি আয় বৃদ্ধি, প্রবাসী আয়ের সন্তোষজনক প্রবাহ অব্যাহত থাকা, সরাসরি বিদেশি বিনিয়োগ এবং বেসরকারি খাতে বৈদেশিক উৎস থেকে অর্থায়ন এ রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫, আপডেট: ২১১৬ ঘণ্টা
এসই/আরএম