ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আসল নোটের চিত্র প্রচারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আসল নোটের চিত্র প্রচারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা: দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে প্রচারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে জালনোট প্রতিরোধে করণীয় নির্ধারণ ও মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।



এছাড়াও ব্যাংক শাখায় গ্রাহকদের জন্য প্রদর্শিত টিভি মনিটরে প্রচারসহ জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ইস্যু করা পত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন কার্যকরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থা এবং তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নোট জালকারী চক্রের উপর কঠোর নজরদারি, অভিযান পরিচালনা ও জামিনে থাকা নোট জালকারী চক্রের উপর নজরদারি জোরদারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের অনুরোধ করা হয়।

এজন্য শপিং মলগুলোতে ব্যবহারের জন্য এফবিসিসিআইকে পর্যাপ্ত সংখ্যক জালনোট শনাক্তকারী মেশিন প্রদান, গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত উল্লেখযোগ্য সংখ্যক হ্যান্ডবিল বিতরণ এবং টিভি চ্যানেলে এতদসংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রচারের উদ্যোগ নিতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।