ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
বরিশালে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সেলফ এমপ্লয়েড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বরিশালে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য টিপু সুলতান সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন।



বরিশালের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’র আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। মেলা চলবে ২ জুলাই পর্যন্ত।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’র সাধারণ সম্পাদক মাকসুদা খানম।

উদ্বোধনী মেলায় বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ১২টি স্টলে পণ্য সরবরাহ করা হয়েছে।

এসব পণ্যের মধ্যে মেয়েদের থ্রি-পিস, শাড়ি, বিছানার চাদর, শো-পিসসহ বিভিন্ন হাতের তৈরি কাজ উল্লেখ্যযোগ্য।

ঢাকা থেকে এ মেলায় অংশগ্রহণ করা নারী উদ্যোক্তা স্বপ্নছায়া কুটিরের মালিক আসমা আক্তার সুমী জানান, বরিশালে এ মেলায় পরপর দু’বার তিনি নিয়েছেন। ঢাকার চেয়ে বরিশালে হাতের কাজের কদর বেশি। সেটা হোক, শাড়ি কিংবা থ্রিপিস। আর মূল্য সহনশীল হওয়ায় এ সব মেলায় ক্রেতাও ভালো পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet