ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মশা নিধনে নতুন ইলেকট্রনিক যন্ত্রের আবিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
মশা নিধনে নতুন ইলেকট্রনিক যন্ত্রের আবিষ্কার ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মশা নিধনে ‘এইচইসি মসক্যুইটো কিলার’ নামে একটি ইলেক্ট্রনিক যন্ত্র আবিষ্কার করেছেন এম এ হামিদ নামে এক উদ্ভাবক।
 
রোববার (২৮ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান এম এ হামিদ।


 
উদ্ভাবকের দাবি, এই যন্ত্রটি মশা নিধনে বিশ্বের একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ইলেকট্রনিক যন্ত্র।

তিনি জানান, যন্ত্রটি নির্দিষ্ট দূরত্ব থেকে মশাকে আকৃষ্ট করতে সক্ষম।
এতে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহৃত হবে। যা মশাকে আকৃষ্ট করবে। মশা যন্ত্রটির জাল স্পর্শ করলেই মারা যাবে।
 
চট্টগ্রামের ছেলে এম এ হামিদ বলেন, প্রচলিত মশা নিধন পদ্ধতিতে বিষাক্ত উপাদান ব্যবহৃত হলেও ‘এইচইসি মসক্যুইটো কিলার’ যন্ত্রে কোনো ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে না।

যন্ত্রটি কার্যকরী, বিভিন্ন আকারের, স্থানান্তরযোগ্য ও নিরাপদ। প্রতিমাসে যন্ত্রটি একটি সাধারণ বৈদ্যুতিক বাল্বের চেয়েও কম বিদ্যুৎ খরচ করবে বলে জানান তিনি।
 
‘এইচইসি মসক্যুইটো কিলার’ বাজারজাত করতে পেটেন্ট আবেদন করা হয়েছে জানিয়ে উদ্ভাবক এম এ হামিদ বলেন, বাংলাদেশ ও চীনে পেটেন্ট পাওয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন।
 
শিগগির ‘এইচইসি মসক্যুইটো কিলার’ যন্ত্রটি বাজারে পাওয়া যাবে। যন্ত্রটি প্রাথমিকভাবে ছোট-বড় দুই আকৃতির হবে। ছোটটির বাজারমূল্য দেড়হাজার টাকা ও বড়টির মূল্য দুইহাজার টাকা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 
দীর্ঘ গবেষণার পর ২০১৪ সালে যন্ত্রটি আবিষ্কারে সফলতা লাভ করেন এম এ হামিদ।
 
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
টিএইচ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet