ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট আইন সংশোধন, করসীমা টাকা ৩০ লাখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
ভ্যাট আইন সংশোধন, করসীমা টাকা ৩০ লাখ ছবি: সংগৃহীত

ঢাকা: বিদ্যমান আইনে নির্ধারিত ২৪ লাখ টাকার আয়কর সীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ ছাড়া সংশোধিত আইনে মূসক (মূল্য সংযোজন কর) অব্যাহতির তালিকায় যুক্ত হচ্ছে- জীবন রক্ষাকারী ওষুধ, সার, সরিষার তেল, আখের গুড়, চিনি, ইনসুলিন ও ইনসুলিন লবণ, জন্মনিরোধক ওষুধ, কিডনি রক্ষাকারী ওষুধ প্রমুখ।



সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিধান রেখে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ সংশোধন প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।
 
বৈঠকের পর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমআইএইচ/এসএমএ/এবি

** মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনের নীতিগত অনুমোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।