ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোটালীপাড়া পৌরসভার ৭২ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
কোটালীপাড়া পৌরসভার ৭২ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা

গোপালগঞ্জ: নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৫-১৬ অর্থ বছরে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার জন্য ৭২ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কোটালীপাড়া পৌরসভা মিলনায়নে পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।



বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৮৫ হাজার টাকা। আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকা। বাজেটে সাধারণ উন্নয়নে ১০ কোটি টাকা, গুরুত্বপূর্ণ ১৯ উন্নয়ন প্রকল্পের জন্য ২৫ কোটি ১০ লাখ টাকা ও ইউজিআইআইজি তিন প্রকল্পের জন্য ৩৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কাউন্সিলর হুমায়ূন কবীর ও কৃষ্ণ দে বক্তব্য রাখেন। এসময় পৌর কাউন্সিলর, পৌরসভার পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।