ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হুমায়ূন কবির

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হুমায়ূন কবির মো. হুমায়ূন কবির

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. হুমায়ূন কবির।

সম্প্রতি হুমায়ুন কবিরকে এ দায়িত্ব দেওয়া হয় বলে সোমবার (২৯ জুন) ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।



হুমায়ুন কবির ১৯৮৪ সালে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। চাকরিকালীন সময়ে ১৯৯৮ সালে বাংলাদেশ ব্যাংকের বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে এমবিএ (ফাইনান্স) ডিগ্রী অর্জন করেন।

দীর্ঘ ৩০ বছরেরও অধিককালের চাকরি জীবনে তিনি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং সর্বশেষ কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এছাড়া, গাজীপুর “সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন  বাংলাদেশ লিঃ” তথা টাকশাল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন । চাকরির পাশাপাশি ঢাকা ও সিলেটের একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি খন্ডকালীন শিক্ষক হিসাবে অধ্যাপনা করেছেন।

পেশাগত  দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও ভুটান সফর করেছেন।

কবির কুমিল্লা জেলার বরুড়া থানার অন্তর্গত আড্ডা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মাওলানা মো. আলী আহমেদের বড় ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ  স্নাতক এবং প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন: ২৯, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet