ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘হাটুরে’ এর আয়োজনে বনানীতে দেশি পণ্যের মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৫, জুন ৩০, ২০১৫
‘হাটুরে’ এর আয়োজনে বনানীতে দেশি পণ্যের মেলা

ঢাকা: রাজধানীর বনানী ১১ নম্বর সেক্টরে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী দেশি পণ্যের মেলা।

জেনেটিক পয়েন্টের ৮ম তলায় মোড়-এ ১৪টি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে আয়োজন করেছে এই মেলা।

আগামী ২, ৩ ও ৪ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

আয়োজক আফসানা সুমী বলেন, হাটুরে মানে যারা হাট করে। আমরা ১৪ জন নতুন উদ্যোক্তা একত্রিত হয়েছি দেশি পণ্যের ভিন্ন মাত্রার উপস্থাপনা নিয়ে ‘হাটুরে’ নামে। দেশজ-লোকজ একেবারে গ্রাম বাংলার মাটির গন্ধমাখা কাজ আমাদের।

এতে অংশ নিচ্ছে বেস্ট বাংলাদেশ, তুগুন,  রাঙ্গা, রেগা, লাল কাজল, গুটিপোকা, দ্বৈত, প্যাঁচা, জলছাপ, এক্সারো, চারুমেলা, আজমুন্স এটায়্যার, সায়রা ও রূপকথা জামদানি।

গুটিপোকা’র সম্ভারে আছে উদ্যোক্তার নিজ হাতে আঁকা শাড়ি, কামিজ, ফতুয়া। বাটিকের শাড়ি, ভিন্নধর্মী গয়না, ঘর সাজানোর জন্য হাতে তৈরি জিনিসও করছে তারা। ‘বেস্ট বাংলাদেশ’ আনছে সম্পূর্ণ নিজস্ব নকশার অভিজাত শাড়ি। ‘দ্বৈত’, ‘প্যাচা’ আনছে দেশি শাড়ি এবং চমৎকার গহনা। আদিবাসী আমেজ নিয়ে আসছে ‘রেগা’, যার মূল আকর্ষণ পাঞ্জাবী। রাঙায় পাওয়া যাবে হাতে তৈরি ঐতিহ্যবাহী গহনা। তুগুন-এ থাকবে দেশিয় কাপড়ে পশ্চিমা কাটের পোশাক নিয়ে। এক্সারো’তে থাকছে টি-শার্ট আর রূপকথা’তে থাকছে জামদানি শাড়ি।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
জেপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।