ঢাকা: আসন্ন ঈদ সামনে রেখে জাল নোটের বিস্তার রুখতে ব্যবসায়ীদের মাঝে ২শ’ জালনোট শনাক্তকারী মেশিন বিতরণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।
রাজধানীর এফবিসিসিআই ভবনে মঙ্গলবার দুপুর দেড়টায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হয় এসব মেশিন।
মেশিন বিতরণ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, সরকার প্রতি বছরই জালনোট শনাক্ত করার জন্য নানা উদ্যোগ নেন। কিন্তু জালনোটের সাথে জড়িত চক্রটি খুব শক্তিশালী হওয়ায় সরকার এর প্রভাব কমাতে পারছে না। তা এই মেশিনগুলো মার্কেটের ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে। যেন প্রয়োজনে যে কোনো সময় তারা সন্দেহজনক টাকা পরীক্ষা করতে পারেন।
এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন বলেন, এসব মেশিনের দাম দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা। ব্যবসায়ীরা নিজেরাই এ মেশিনটি কিনতে পারেন। ব্যবসায়ীদের হাতে জালনোট ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
জালনোট শনাক্তের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সময় সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. আবুল কাশেম।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ইউএম/আরআই