ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারতীয় চালকদের অবরোধে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ভারতীয় চালকদের অবরোধে হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ (ফাইল ফটো)

হিলি (দিনাজপুর): ভারত থেকে আমদানি করা পণ্য ওজনে কম হওয়াকে কেন্দ্র করে ভারতীয় ট্রাক চালকদের অবরোধের কারণে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।



ভারতীয় ট্রাক চালকরা জানায়, তারা ভারত থেকে বাংলাদেশে আমদানি করা পণ্য নিয়ে আসেন। ওই পণ্য ওজনে যেটুকু কম হবে তাই তাদের চালানে লিখে দেওয়ার নিয়ম। কিন্তু ওজনে যেটুকু কম হয় চালানে লেখা হচ্ছে তার চেয়ে বেশি। ফলে বাড়তি ঘাটতির দাম তাদের ভাড়া থেকে কেটে নিচ্ছে মালিকপক্ষ।

এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বন্দর থেকে খালি ট্রাক বের হবেনা ও ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে না বলেও তারা জানান।

এ বিষয়ে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন জানান, ভারতীয় চালকরা আমদানি পণ্যের ট্রাকের মেনিফিস্টে দেওয়া ঘোষণার চেয়েও ২/৩শ’ কেজি পণ্য কম নিয়ে আসেন। বার বার এর প্রতিবাদ করা হলেও তারা এতে কর্ণপাত করেনি।

মঙ্গলবার এ নিয়ে প্রতিবাদ করায় ভারতীয় ট্রাক চালকরা ভারতের অংশে হিলিতে সড়কে ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি।

তবে এ বিষয়ে চালকদের সাথে আলোচনা করার চেষ্টা করা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।