ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ, ২ কারখানা ছুটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ, ২ কারখানা ছুটি ঘোষণা ফাইল ফটো

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। একে কেন্দ্র করে দু’টি কারখানা এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।



মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার এএফসিআই কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্পপুলিশ সূত্র বাংলানিউকে জানায়, এএফসিআই কারখানায় ভিতরে এক অপারেটরকে গালাগালি ও পিটিয়ে আহত করেন কারখানাটির প্রোডাকশন ম্যানেজার শ্রীলংকান নাগরিক তুষার আহমেদ। এ সময় কারখানটিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা এর প্রতিবাদ এবং প্রোডাকশন ম্যানেজারকে লাঞ্ছিত করে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় কারখানা কর্তৃপক্ষ দ্রুত এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা বের হয়ে পাশে অবস্থিত বিদেশি মালিকানাধীন হোপলোন বিডি লিমিটেড নামে আরেকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলার আশঙ্কায় ওই কারখানা কর্তৃপক্ষও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

শিল্পপুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ইপিজেড এলাকার ভিতরে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।