ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) উদ্যোগে ‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর একটি হোটেলে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ জুন) আইবিবিএল’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকটি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইবিবিএল’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান।
এ ইফতার মাহফিলে বিচারপতি, কূটনীতিক, শিল্পপতি ও ব্যবসায়ী, সাংবাদিক-বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, আলেম-ওলামা, পেশাজীবীসহ ব্যাংকের ডিরেক্টর ও নির্বাহীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইসলামী ব্যাংকের শরী’আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকিং তাকওয়াভিত্তিক অর্থনৈতিক কারবারের সুযোগ সৃষ্টি করে। এর সব কার্যক্রমে ইসলামী শরী’আহর নিয়ম-নীতি অনুসরণে এবং কল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে সর্বস্তরের জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আইবিবিএল প্রতিষ্ঠাকাল থেকেই সুদমুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে ভূমিকা পালন করে আসছে।
এ সময় তিনি বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম