ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টা থেকে বন্দরের আমদানি-রপ্তানি শুরু হয়।


 
এরআগে ভারত থেকে আমদানি করা পণ্যের ওজনে কম হওয়াকে কেন্দ্র করে ভারতীয় ট্রাক চালকদের সড়ক অবরোধের কারণে সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বন্দর সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টায় পানামা হিলি পোর্টের ২নং গেটের পাশে ভারতীয় ট্রাক চালক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বন্দর কর্তৃপক্ষ বৈঠকে বসে। বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা ভুল স্বীকার করে সঠিক ওজনের কথা লিখে দেওয়ার অঙ্গীকার করে। পরে ভারতীয় ট্রাক চালকরা সড়ক অবরোধ তুলে নিলে ৫টা থেকে কার্যক্রম স্বাভাবিক হয়।

বাংলাহিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক জামিল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।